প্রাচীনকাল থেকেই নাগেশ্বরী উপজেলার জনগোষ্ঠি ক্রীড়ামোদী। এখানে প্রতিবছরই বিভিন্ন টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। এখানকার জনপ্রিয় খেলার মধ্যে বর্তমানে ক্রিকেট ও ফুটবলের আধিপত্য দেখা গেলেও আন্যন্য খেলাও পিছিয়ে নেই। নাগেশ্বরীতে বেশ কয়েকটি খেলার মাঠ রয়েছে। এর মধ্যে নাগেশ্বরী ডি এম একাডেমী মাঠ এবং রায়গঞ্জ হাই স্কুল মাঠ অন্যতম । এ মাঠে ফুটবল , ক্রিকেটসহ বিভিন্ন খেলার প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।