ফাইল
ছবি
Publish Date
২০২৩-০৫-১৮
Archive Date
২০২৩-০৭-৩১
বিস্তারিত
১৮৭৫ সালের ২০ মে সতেরটি জাতির প্রতিনিধিদের সমন্বয়ে অনুষ্ঠিত মিটার কনভেনশন চুক্তির দিবসটি স্মরনীয় করে রাখার জন্য প্রতি বছর বার্ষিক কর্মসূচী হিসেবে ২০ মে বিশ্ব মেট্রোলজি দিবস উদযাপন করা হয়। এ চুক্তিটি পরিমাপ বিজ্ঞানের এবং এর শিল্প, বাণিজ্যিক এবং সামাজিক প্রয়োগগুলোতে বৈশ্বিক সহযোগিতার একটি অভিন্ন অবকাঠামো তৈরি করে। মিটার কনভেনশনের আসল লক্ষ্য-বিশ্বব্যাপী অভিন্ন পরিমাপ ব্যবস্থার প্রবর্তন যা- ১৮৭৫ সালের মতই আজও সমান গুরুত্ব বহন করে চলেছে। ওজন ও পরিমাপ বিষয়ক দুটি আন্তর্জাতিক শীর্ষ সংস্থা BIPM (International Bureau of Weights & Measures) এবং OIML (International Organization of Legal Metrology) যৌথভাবে বিশ্বের বিভিন্ন দেশের জাতীয় মেট্রোলজি সংস্থার অংশগ্রহণের মাধ্যমে বিশ্ব মেট্রোলজি দিবস পালন করে থাকে। বিশ্বের অন্যান্য দেশের ন্যায় বাংলাদেশেও প্রতি বছরের ২০ মে ‘বিশ্ব মেট্রোলজি দিবস’ যথাযথ মর্যাদায় নিয়মিতভাবে পালন করা হয়ে থাকে।